সংবাদ বিজ্ঞপ্তিঃ
রাজশাহী প্রেসক্লাব ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা এ উদ্বোধন করেন।
এ সময় রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সহ: সভাপতি সালাউদ্দিন মিন্টুসহ আরো অনেকে উপস্থিখত ছিলেন।
উদ্বোধনকালে বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, গত বছরের ১২ অক্টোবর রহস্যজনকভাবে ভেঙে পড়ে রাজশাহী প্রেসক্লাব ভবন। ভবনের দোতলা সাপ্তাহিক রাজশাহী বার্তার নামে লিজ নিয়ে একটি দলের অফিস করা হয়েছে। ওই পত্রিকাও ছিল জেলা পরিষদের। সেটি বিক্রির সুযোগ নেই। তবুও এমনটা করা হয়েছে। ২০১৫ সালে প্রেসক্লাবে আগুন দেওয়া হয়। রাজশাহী প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র চলছে। তবে তা রুখে দেওয়া হবে। প্রয়োজনে অবৈধ দখলদারীদের বিরুদ্ধে আন্দোলন করা হবে।