বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ গত ৭-ইং জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতে শুরু হয়েছে উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা ও সমালোচনা। বিশেষ করে রাজশাহীর বাগমারা উপজেলার আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সম্ভাব্য প্রার্থীকে নিয়ে চায়ের কাপে আলোচনার ঝড় তুলেছেন। তবে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের পছন্দের শীর্ষ রয়েছে এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের আস্থাভাজন ও বিশ্বস্ত গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীকারী এবং ৭৬ হাজার ভোট ভোট পেয়ে দ্বিতীয় স্থানে পাওয়া আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ। শুধু তাই নয় বাগমারা সহ ইউনিয়ন আওয়ামীলীগকে ধরে রাখতে ব্যাপক ভুমিকা রয়েছে শহিদুল ইসলাম শহিদ । আগামী উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে প্রায় প্রতিদিন বিভিন্ন ইউপির পাড়া মহল্লায় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সাবেক আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ উঠান বৈঠক ও জনসভা চলমান রয়েছে। তিনি একজন সফল রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি, কারণ উপজেলার ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের মোট ১৬২ টি ওয়ার্ড, আর এই প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীর প্রাণের স্পন্দন মোঃ শহিদুল ইসলাম শহিদ । শুধু তাই নয়, ইউপি ও পৌরসভার হাতে গোনা দু-একজন আওয়ামী লীগ নেতা ছাড়া সকল নেতার একমাত্র ভালোবাসার পাত্র শহিদুল ইসলাম শহিদ।
উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বলেন, বাগমারায় উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ আছে বলেই বাগমারাসহ ইউনিয়ন আওয়ামী লীগ একটি শক্তিশালী ভিত তৈরি হয়ে আছে, কারণ তিনি সব সময় জনসাধারণ ও নেতা-কর্মীর সাথেই মিশে থাকে এবং আছে। আগামী উপজেলা নির্বাচনে আবারও ভাইস চেয়ারম্যান পদে মোঃ শহিদুল ইসলাম হিসেবে এ্যাড: জাকিরুল ইসলাম সান্টুকে দেখতে চান সকলেই।
আগামী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুর সঙ্গে কথা হলে তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দলের সাংগঠনিক কাজ করে যাচ্ছি এবং আগামীতে করে যাবো। পাশাপাশি বাগমারার-৪ আসনের এমপি ও বর্তমান বাগমারার অবিভাবক আমার রাজনৈতিক স্নেহের ছোট ভাই অধ্যক্ষ আবুল কালাম আজাদের আস্থা ও বিশ্বাস এবং জনগনের ভালোবাসর উপর ভর করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মাঠে কাজ করছে। বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন থেকে আমাকে উপজেলার আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত করেছে । আমি বিশ্বাস করি আগামী উপজেলা নির্বাচনে আমাকে আবারও আওয়ামী লীগ সংগঠন থেকে ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করে তাহলে আমি অবশ্যই জয়ী হবো ইনশাআল্লাহ।
বাগমারা উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আরও বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করি, বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন তথা নৌকার সাথে কখনো বেইমানি করিনি এবং আগামীতেও করবো না ইনশাআল্লাহ।