নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন বাগমারা উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন কে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভব্য প্রার্থীরা।চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি মাঠে সরব ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।
তবে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে এবার বাগমারা উপজেলা জুড়ে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় প্রথম সারিতে রয়েছেন শহিদুল ইসলাম শহিদ বলে জানান বাগমারার বিভিন্ন ইউনিয়ন এর সাধারন ভোটারেরা।
এ বিষয়ে জানতে চাইলে তাহেরপুরের রবিউল ও রাসেল জানান শহিদ ভাই গত নির্বাচনে অংশ গ্রহণ করে বিপুল পরিমাণ ভোট পায়,রাজনৈতিক প্রেক্ষাপটের কারনে তাকে ফেল করানো হয়েছে এটি জনগণ জানে।
শুভডাংগা ইউনিয়নের আফাজ উদ্দিন বলেন, শহিদ ভাই একজন ভালোমানুষ, গত নির্বাচনে যারা তাকে ভোট দিয়েছিলো এবার তারাই শহিদ ভাই কে বিজয়ী করবে সেই সাথে নতুন ভোটারদের হৃদয়ে জায়গা করে নিয়েছে শহিদ ভাই এমনই সুনছি লোকমুখে।
আউচপাড়ার রায়হান বলেন,এবার ভাইস চেয়ারম্যান হিসেবে শহিদ ভায়ের কনো বিকল্প দেখছিনা।তারা রাজনৈতিক পরিবারের সন্তান।দীর্ঘদিন থেকে মাঠে জনসেবা দিয়ে যাচ্ছেন শহিদ ভাই।
এছাড়াও দিপপুর,গনিপুর,মাড়িয়া,হামির কুৎসা সহ ভবানীগন্জ পৌরসভায় দেখা গেছি তার বিপুল জনপ্রিয়তা।
নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা বিষয়ে জানতে চাইলে শহিদুল ইসলাম শহিদ বলেন” গত নির্বাচনে জনগণ আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়েছিলো,রাজনৈতিক কুচক্রী মহলের কারনে ফলাফল আমাকে দেওয়া হয়নি।তবে জনগণের ভালোবাসা পেয়ে আমি তাদের কাছে ঋণী। তখন থেকে আজ পর্যন্ত আমি জনসেবায় নিজেকে নিয়জিত রেখেছি। এবারের নির্বাচনে বাগমারার জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত ইনশাআল্লাহ। জয়ের ব্যাপারে জানতে চাইলে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম শহিদ বলেন”আল্লাহ চাইলে জয় হবে।আমি শতভাগ আশাবাদী।
চাঁপাইনবাবগঞ্জের তেলকুপী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় বাংলাদেশী নাগরিককে লক্ষ্য করে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। শুক্রবার দিবাগত গভীর রাত পৌণে ২টায় সীমান্তে এই গুলির শব্দ শুনতে পাওয়া যায়…