রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর সর্বসাধারণ বিশেষ করে স্বাধীনতার সপক্ষের মানুষের দীর্ঘ দিনের দাবি রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজের সূচনা করেছেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর এখানে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর ভাষাসৈনিক প্রয়াত অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু।

শনিবার বেলা ১১ টায় নগরীর পুরাতন সার্ভে ইন্সটিটিউটের জায়গায় পূর্ব নির্ধারিত স্থানে রাজশাহীর শতাধিক বীর মুক্তিযোদ্ধা,সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

কেন্দ্রীয় শহীদ মিনারের নির্ধারিত স্থানে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মজিবুল হক বকু,বীর মুক্তিযোদ্ধা আইয়ুবুর রহমান,বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সুশান্ত সরকার,মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বদিউজ্জামান খায়ের,রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান,ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু ও জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ।

অনুষ্ঠানের শুরুতে পাকিস্তানী প্রেতাত্মাদের চক্রান্তে ঘাতকের হাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যবৃন্দ এবং জাতীয় চার নেতাসহ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান।

এসময় বক্তারা বলেন,রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে কয়েক বছর আগে ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু যেস্থানে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন,সেখানেই এর নির্মাণকাজ শুরু হলো। ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু আজ আমাদের মাঝে নেই,কিন্তু তাঁর সংগ্রামী জীবনের অংশ হিসেবে এই কাজটিও আমাদের মাঝে চির অমর হয়ে থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণকাজের শুভ সূচনার মধ্য দিয়ে আজ রাজশাহীবাসী ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের মুক্তিসংগ্রামের সঙ্গে জড়িত প্রতিটি মানুষের প্রতি অবনত মস্তকে শ্রদ্ধা জানালো।

তারা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে চলেছেন, তখনও তাঁর বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত আর ষড়যন্ত্র থেমে নেই। সেগুলো মোকাবিলা করেই তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের। একথা আজ প্রতিষ্ঠিত যে,মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার পক্ষে যেকোনো পদক্ষেপ নিতে গেলেই ঘাপটি মেরে থাকা পাকিস্তানী প্রেতাত্মারা চক্রান্ত করতে থাকে। এতো বছর পর রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার হতে যাচ্ছে,এটা নিয়েও হয়তো সেই একই গোষ্ঠী ও তাদের দোসররা নানা চক্রান্ত করতে পারে। কিন্তু আমরা তা কোনোক্রমেই সফল হতে দেবো না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,রাসিক কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন,বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা মোতাহার আলী,বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান,রাজশাহী জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে মাইনুল ইসলাম, দআব্দুর রশিদ, আবুল কালাম আজাদ,তফিকুল ইসলাম,দীলিপ কুমার সরকার,জনাব আলী,আবু জাফর প্রাং,মহিদুল ইসলাম, আসাদুজ্জামান মাসুদ,শিউলী রানী সাহা,সুলতানা পারভীন রিনা,মোসা. সাজেদা বেগম প্রমূখ।

উল্লেখ্য,রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্রে পুরাতন সার্ভে ইন্সটিটিউটের প্রায় ১ একর জায়গাজুড়ে প্রায় ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মিত হচ্ছে।

 

Related Posts

বাংলাদেশ বেতার পরিদর্শনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ

নিজস্ব প্রতিবেদক:  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ বেতার, রাজশাহী ও রেডিও পদ্মা পরিদর্শন করেছে। রেডিও সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা অর্জনে বাংলাদেশ বেতার রাজশাহী ও রেডিও…

চারঘাটে দৈনিক ভোরের দর্পণের ২৫ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিনিধি: জনগনের মুখপাত্র বহুল পরিচিতি দৈনিক ভোরের দর্পণের ২৫ বছরে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় চারঘাট প্রেসক্লাব কার্যালয়ে দোয়া,আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নিজেকে -দেশকে এগিয়ে নিতে বললেন জেলা প্রশাসক আফিয়া আখতার

  • By admin
  • April 17, 2025
  • 120 views
নিজেকে -দেশকে এগিয়ে নিতে বললেন জেলা প্রশাসক আফিয়া আখতার

বাঘায় হত্যা মামলার আসামী কে হাতুরি-রড দিয়ে মেরে আহত

  • By admin
  • April 16, 2025
  • 167 views
বাঘায় হত্যা মামলার আসামী কে হাতুরি-রড দিয়ে মেরে আহত

ইউনিয়ন আ’লীগের সভাপতি বাপ ছেলে, জমি দখলের অভিযোগ

  • By admin
  • April 16, 2025
  • 288 views
ইউনিয়ন আ’লীগের সভাপতি বাপ ছেলে, জমি দখলের অভিযোগ

বাঘায় ইউনিয়ন বিএনপির সভাপতি রন্জুকে শোকজ নোটিশ

  • By admin
  • April 14, 2025
  • 255 views
বাঘায় ইউনিয়ন বিএনপির সভাপতি রন্জুকে শোকজ নোটিশ

মুন্সিগঞ্জে বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। 

  • By admin
  • April 14, 2025
  • 57 views
মুন্সিগঞ্জে বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। 

বাঘায় পহেলা বৈশাখ উপলক্ষে  বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত। 

  • By admin
  • April 14, 2025
  • 57 views
বাঘায় পহেলা বৈশাখ উপলক্ষে  বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত।