
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সকল বন্দীদের মাঝে করোনার টিকার ডোজ সম্পন্ন করা হয়েছে এ বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ তারা জানিয়েছেন হাজতি ও কয়েদি বন্ধুদের মাঝে করোনা ভাইরাসের টিকা দান সম্পন্ন করা হয়েছে।এবং যারা নতুন হাজতী বন্দি তাদের টিকা দেওয়া না থাকলে টিকাদানের আওতায় আনা হচ্ছে। কারা কর্তৃপক্ষ টিকা দানের মাধ্যমে বন্দীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্দীদের সাথে সাক্ষাৎ বন্ধ ছিল কিন্তু বর্তমানে দেখাকরার সুযোগগুলো আবার চালু করা হয়েছে। এখন বন্দিদের মাসে কয়দীদের একবার এবং হাজতিদের মাসে দুইবার করে তাদের আত্মীয়-স্বজন পরিবারদের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে । এছাড়াও কারাগারের বন্দীদের খাওয়া-দাওয়ার মানের ব্যবস্থা আগের চেয়েও অনেক উন্নত করা হয়েছে। জেলার তারেক কামাল এবং জেল সুপার সুব্রত কুমার বালা পাশে কেন্দ্রীয় কারাগারের দায়িত্ব নেয়ার পর থেকে কারা অভ্যন্তরে সকল বিষয় উন্নয়নের কাজ করে যাচ্ছে এবং তারা বন্ধুদের জন্য অনেক সুযোগ সুবিধা চালু করেছে। এদিকে সাক্ষাতের পাশাপাশি সপ্তাহে একবার মোবাইলে পরিবার ও আত্মীয়-স্বজনের সাথে কথা বলার সুযোগ আছে। বন্দীরা অনেক আনন্দিত। জামিনপ্রাপ্ত একজন হাজতী বন্দী আমাদের প্রতিনিধিকে জানাই যে বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাবারের মান অনেকটাই উন্নত এবং মানসম্মত যা পূর্বে কখনো হয়নি পূর্বের তুলনায় কারা হাসপাতালে চিকিৎসার মান অনেক উন্নত ও আধুনিক করা হয়েছে এতে বন্দীরা অনেক সন্তুষ্ট।