নিজস্ব প্রতিনিধি ঃ রাজশাহীর মোহনপুরে মাল বোঝাই ট্রাকের চাপায় মোঃ মুন্তাসির মামুন (৩৮) নামে এক ফুড পান্ডা কর্মী নিহত হয়েছেন।
তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক গোবিন্দ গ্রামের মৃত
আফাজ উদ্দিনের ছেলে। তিনি
রাজশাহীতে ফুড ফান্ডায় চাকুরী করতেন।
২ আগষ্ট রাত ৯টা ৪৫ মিনিটের সময় উপজেলার সইপাড়া মোড়ে এদূর্ঘটনা ঘটে।
মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশন ও থানা পুলিশ জানায়, নিহত মুন্তাসির নওগাঁ হতে রাজশাহীর দিকে যাচ্ছিলেন এসময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাকোয়া বিলের মধ্য একই দিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকটি মোটর সাইকেলের উপর উঠে পড়ে এরপর চালকসহ মোটরসাইকেলটি প্রায় ১ কিলোমিটার ছেঁচড়িয়ে সইপাড়া মোড়ে এসে থামে। ট্রাক রেখে চালক পালিয়ে যায়। খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই ঘোসসহ অন্যান্য কর্মীরা রক্তাক্ত ও মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মোহনপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। তার পরিবারে ১০ বছরের ১টি কন্যা সন্তান রয়েছে।
মোহনপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আব্দুর রব খবর পেয়ে ঘটনাস্থল থেকে মালবাহী ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসেন। যার নম্বর ঢাকা মেট্রো-ট ১৮-২০৩২।
এব্যাপারে মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোহা.তৌহিদুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় ১জন মারা গেছেন।
ট্রাক জব্দ করা হয়েছে। এব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।