বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা আলাইপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ২১০ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল উদ্ধার করেছে। গতকাল সোমবার (১৪ নভেম্বর) ভোর চার টার সময় আলাইপুর বিজিবি ক্যাম্পের আওতাধীন মোহন এর ঘাট (বকুলপুর) নামক এলাকা হতে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আলাইপুর বিজিবি সুত্র, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটেলিয়ন (১ বিজিবি) আওতাধীন বিওপির সদস্যগণ মোহন এর ঘাট (বকুলপুর) নামক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ব্যবসায়ী গাজী, বানেজ ও জামাল পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ২১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে।
এবিষয়ে বাঘা থানার (ওসি)তদন্ত মুহঃ আব্দুল করিম বলেন,সোমবার (১৪.১১.২২) রাতে বিজিবি কর্তৃক ২১০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একটি মাদক মামলা দিয়েছে থানায়।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।