নিজস্ব প্রতিনিধি :রাজশাহী চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) জামালপুর মোমেনা হাফিজিয়া মাদরাসা কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ রাজশাহী জেলার উদ্যোগে চন্দ্রিমা থানার দেশব্যাপী বাছাইপর্ব ২৭ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯ টায় প্রতিযোগীতা শুরু হয়। সেই সাথে পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে বিকাল ৩ টায় এই অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহন করেন ১৯টি মাদ্রাসা। এই অনুষ্ঠান উপলক্ষে প্রায়ই ২০০ জনের বেশি মানুষের খাবার আয়োজন করেন তাঁরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ একরামুল হক (নানু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই মাদ্রাসার সেক্রেটারী মোঃ নুরুল ইসলাম (দৌলতি), রাজশাহী জেলা হুফপাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাঃ মোঃ ইয়াছিন আলী। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মোঃ সফিউল্লাহ।
অনুষ্ঠানটি আয়োজন করেন ওই মাদ্রাসার মুহতামিম, ক্বারী মাঃ সাইফুল ইসলাম।