নিউজ ডেস্কঃ চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের সূচি। শুক্রবার গ্রুপ পর্বের ড্রয়ের পর সূচি প্রকাশ করেছে ফিফা। আর সেই সূচি অনুযায়ী ২১ নভেম্বর সেনেগাল ও নেদারল্যান্ডসের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।
কাতার বিশ্বকাপে চিরাচরিত প্রথা ভাঙল ফিফা। আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রাখা হয়নি স্বাগতিক দেশের খেলা। ২০০৬ সাল থেকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতো আয়োজক দেশ। দীর্ঘ ১৬ বছর পর সেই প্রথা ভেঙে বেরিয়ে এলো ফিফা।
ফিফার বিশ্বকাপের চূড়ান্ত সূচি অনুযায়ী, ২১ নভেম্বর থেকে শুরু হবে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। ২১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। গ্রুপ পর্বে প্রতিদিন অনুষ্ঠিত হবে চারটি করে ম্যাচ।
দিনের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৭টায়। এরপর তৃতীয় ও চতুর্থ ম্যাচটি হবে রাত ১০টা ও রাত ১টায়।
সেই মোতাবেক আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে ২৩ নভেম্বর লড়বে সৌদি আরবের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। অপরদিকে ২৫ নভেম্বর রাত ১টায় ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সার্বিয়ার।
২৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ডিসেম্বরের ১ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে রাত ১টায় মাঠে নামবে লিওনেল মেসির দল।
এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে বিকেল ৪টায় মাঠে নামবে ব্রাজিল। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল লড়বে ক্যামেরুনের বিপক্ষে। ৩ ডিসেম্বর রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।
এরপর ৪ ডিসেম্বর থেকে শুরু হবে সেরা ১৬ দলের লড়াই। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। এই পর্বের খেলায় প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯টা ও ১টায়।
শেষ আটের খেলা হবে ৯ ও ১০ ডিসেম্বর। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে ডিসেম্বরের ১৭ তারিখ। আর ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।