ফাইল নাম্বার ৬৩৩

লেখক ঃ মহাম্মাদ শাওন

পেনশন অফিসে লোকটির সাথে আমার প্রথম পরিচয় হয়। হাবভাব আর দশটা সাধারণ প্রকৃতির লোকের মত না, কথাবার্তা এমন যেন বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটা বস্তুর প্রতি তার অগাধ জ্ঞান রয়েছে যেমন চায়না তার ইকোনমিতি অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে আবার জলবায়ুর অধিক মাত্রার পরিবর্তন পক্ষীকুলের কাছে সহজ হচ্ছে না, অন্যদিকে একেক রকমের ইংরেজি বই এর বিভিন্ন প্রবাদের ব্যাখ্যা আমার মনে একটু জিজ্ঞাসা সঞ্চার করেছে। কথা বলা যদি একটা আর্ট হয় তবে এ ব্যক্তির কথা বলার ভঙ্গি একটা আর্ট এর সমতুল্য বলা যায়। তবে মাঝেমধ্যে চলিতআঞ্চলিক ভাষার মিশ্র প্রয়োগ একটু হাস্যরস জুড়ে দিচ্ছে কথার ফাঁকে ফাঁকে।

এই প্রথম পেনশন অফিসে এসেছি। আজ কলেজ ছুটি তবে সরকারি ছুটি না। জরুরী এক কারণবশত দুই দিনের ছুটি দিয়েছে কলেজ। আর সেই একই তারিখে দাদুর পেনশন দেওয়ার ডেট পাড়ায় পেনশন অফিস টা দেখতে চলে আসলাম।সেটা অন্য কথা যে দাদু একটু খুশি হয়েছেন তার সাথে এখানে আসায়। পেনশন অফিসে এসে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো আমার প্রতিটা মানুষ তার জীবনের বড় বড় অধ্যায়ে পার করে এসে সেই প্রকৃত অভিজ্ঞতার একটু একটু নিংড়ানো রস নিয়ে গল্পের এক বিশাল ভার নিয়ে বসেছেন। কেউ বারান্দায় দলপাকিয়ে গল্প করছে আবার কেউবা অফিসের ভিতরে। আমি পেনশন অফিস এর বসবার ঘরের ভেতরে বসেই দরোজা দিয়ে তাকিয়ে এইসব দেখছিলাম তখন প্রথম আমার পাশ থেকে লোকটার গলার আওয়াজ পেলাম.- কার সাথে এসেছ দাদু নাকি নানু? গলাটা বেশ ঘরঘর প্রকৃতির।

 

লেখক এর মন্তব্য  (আশাকরি পাঠকগণ এটাকে বিনোদনের মাধ্যম হিসেবে নেবেন। অহেতুক কোন চিন্তা কে প্রশ্রয় দেওয়া আমার লেখার উদ্দেশ্য না)

 

প্রথম পর্ব -ধারাবাহিক ভাবে চলবে,পড়তে চোখ রাখুন foxnewsbd.co এর উন্মুক্ত লিখনির পাতায় ও ফেসবুক পেজ -ফক্সনিউজ বিডি তে,,,,,,,,,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে