নিজস্ব প্রতিবেদক: আলেক উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ৩০ কেজি কচ্ছপের হাড় জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুরে সীমান্ত পিলার ১৯১ থেকে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে ফলিমারী মাঠে ৬টি বস্তার মধ্যে থাকা হাড় গুলো পায় বিজিবি সদস্যরা। সন্ধ্যা সাতটার দিকে ৫৯ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, বিজিবির টহল দলকে দেখতে পেয়ে ফলিমারী মাঠে ৬টি বস্তা ফেলে পালিয়ে যায় দ্ইুজন চোরাকারবারি।
তাদের ধাওয়া করে আটক করা সম্ভব না হলেও, ফেলে যাওয়া বস্তা থেকে ৩০ কেজি কচ্ছপের হাড় পাওয়া যায়। জব্দকৃত হাড়ের আনুমানিকমূল্য ৪৫ লাখ টাকা।