মোস্তাফিজুর রহমান উজ্জলঃ বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা শরীফ সরকার বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।তার অভিনীত ধারাবাহিক গুলো হচ্ছে হাফ মেন্টাল পাড়া”পরিচালনায়-জয় সরকার,জমিদার বাড়ি”পরিচালনায়-সাজ্জাদ হোসেন দুলুল,পরিবার”পরিচালনায়-লাজুক আক্তার,সুপার সিক্স”পরিচালনায়-সহিদ উন নবী,টক্করবাজ”পরিচালনায়-জয় সরকার,মান অভিমান”পরিচালনায়-আশীষ সরকার।
এ বিষয়ে অভিনেতা শরীফ সরকার জানান,বর্তমানে অনেকগুলো ধারাবাহিকে কাজ করছি।যার কারনে ব্যস্ত সময় পার করছি।আরো দুটি সিরিয়ালে কাজের কথা চলছে আরশিনগর ও মহাজন।মানুষের ভালোবাসা ও সন্মান আমাকে আমার কাজের প্রতি অনুপ্রেরণা দিয়েছে।আমি কাজের মাধ্যমে সবার অন্তরের মনিকুঠিরে স্থান করে নিতে চাই।আমার জন্য দোয়া করবেন ভবিস্যতে যেনো আরো ভালো কাজ সবাইকে উপহার দিতে পারি।
প্রসঙ্গত,বৈশাখী টিভির জনপ্রিয় সিরিয়াল চাপাবাজে টুস তুহিন নামক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান শরীফ সরকার।
তিনি ঈদের জন্য বেশ কিছু একক নাটকে কাজ করছেন।
তিনি ১জন পরিচালক ও প্রডিউসার এবং সরকার মিডিয়া ভিশন এর কর্ণধার।