আন্তর্জাতিক ডেস্কঃ রুশ সেনারা গণহত্যা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে একটি শহরে বেসামরিক নাগরিকদের মৃতদেহের ছবি দেখে পশ্চিমা নেতাদের নিন্দার মধ্যে এমন অভিযোগ করেন তিনি।
স্থানীয় সময় রোববার সিবিএসের সংবাদভিত্তিক অনুষ্ঠান ফেস দ্য ন্যাশনে অনুবাদকের সাহায্য নিয়ে জেলেনস্কি বলেন, ‘আসলেই এটি গণহত্যা; পুরো জাতি ও জনগণকে নির্মূল করা।’
তিনি আরও বলেন, ‘আমরা ইউক্রেনের নাগরিক এবং রাশিয়া ফেডারেশনের নীতির কাছে বশ্যতা স্বীকার করতে চাই না। এ কারণে আমরা ধ্বংস ও নির্মূলের শিকার হচ্ছি।’
জেলেনস্কির এ বক্তব্যের এক দিন আগে কিয়েভের কাছে বুচা শহরে গিয়ে বেসামরিক লোকজনের মরদেহ দেখতে পান ইউক্রেনের সেনারা। রাশিয়ার বাহিনী এসব নাগরিককে হত্যা করেছে বলে দাবি করেন ইউক্রেনের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা।
বুচায় রাশিয়ার সেনাদের বিরুদ্ধে নির্বিচার হত্যার অভিযোগও করেছে ইউক্রেন, তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের এ ধরনের অভিযোগ নাকচ করে বলেছে, বুচায় মরদেহের ছবি ও ফুটেজ ইউক্রেন সরকারের ‘উসকানির আরও একটি নমুনা’।
রাশিয়ার মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, বুচায় রুশ সেনাদের হাতে একজন বেসামরিক নাগরিকও সহিংস আচরণের শিকার হয়নি।