নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ কেউ খাচ্ছে রোকমারি ঝালমুড়ি কেউ খাচ্ছেন পান তাইতো ফাল্গুনের শেষ সপ্তাহে ঘুঘুডাঙ্গার প্রকৃতি গাইতেছে গান।
আজ ২৬ এ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ । নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গায় দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ঘুঘুডাঙ্গা তালতলী ।
ঘুঘুডাঙ্গায় নেই কোনো ফুলের গাছ। কিন্তু এই সারি সারি তালের গাছ ফুলের চেয়ে কোনো অংশে কমনা। তাইতো আজ সপ্তাহের ছুটির দিনে কেউ এসেছে প্রিয় মানুষটিকে নিয়ে ফাল্গুনের প্রকৃতি উপভোগ করতে, কেউবা এসেছে ছুটির দিনটি উপভোগ করতে।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম ঘুঘুডাঙ্গা। হাজিনগর গ্রামের মজুমদার মোড় থেকে ঘুঘুডাঙ্গা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার দু’ধারে শত শত তাল গাছ দাঁড়িয়ে আছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তাল গাছগুলো রোপণ করেছিলেন। তিনি ১৯৮৬ সালে যখন হাজিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন সে সময় নিজ হাতে তাল গাছগুলো রোপণ করেছিলেন। আজ সেই তাল গাছগুলো ৫০ থেকে ৬০ ফিট লম্বা হয়ে রাস্তার দু’ধারে শোভা বর্ধন করে আসছে।