মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর কেশরহাট পৌরসভায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে দীর্ঘ প্রতিক্ষার পর কাঙ্ক্ষিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য তেল, চিনি ও মোশুরের ডাল পেলেন কেশরহাট পৌরসভার বাসিন্দারা। রবিবার (২০ মার্চ) দুপুরে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম।
এদিন সকাল ৮/৯ টা থেকে পণ্য ক্রয়ের জন্য দীর্ঘ লাইনে দাড়িয়ে ৫/৬ ঘন্টা পর অপেক্ষার পালা শেষ হয় ক্রেতাদের। পরে দুপুর ২ টার পর পণ্য পান ক্রেতারা। দীর্ঘ ৭ ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
প্রথমে পৌরসভার ৩,৪,৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য পূর্বনির্ধারিত কেশর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পণ্য বিক্রয় করা হয়। পাশাপাশি ১ও ২ নম্বর ওয়ার্ডের জন্য নির্ধারিত পৌর সুপার মার্কেটের সামনে পণ্য বিক্রয় শুরু করা হয়।
উদ্বোধনের দিনে পৌরসভার ১৫৬০ জন কার্ড হোল্ডাররের মাঝে পণ্য বিক্রয় করা হয়। ধারাবাহিকভাবে পৌরসভার মোট ২৩৪১ জন কার্ড হোল্ডার টিসিবির পণ্য পাবেন।
এসময় উপস্থিত ছিলেন যুবউন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। পণ্য বিক্রয় পরিবেশক মেসার্স আবুল হোসেন ও মেসার্স বুলবুল ট্রেডার্স।