তানোর প্রতিনিধি: সারাদেশের ন্যায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১কোটি পরিবারের মাঝে সল্পমূল্যেয় টিসিবির পণ্য বিক্রির শুভ উদ্বোধন করা হয়েছে। সারাদেশের ন্যায় তানোরেও টিসিবির পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার(২০মার্চ) সকালে তানোর পৌর এলাকার তালন্দ বাজার ও তানোর গোল্লাপাড়া বাজারে টিসিবির পণ্যের এ শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম ওয়ার্ড কাউন্সিলর তাসির উদ্দিনসহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ গন উপস্থিত ছিলেন। জানা গেছে, টিসিবির পণ্য বিক্রি চলবে ৩০শে মার্চ পর্যন্ত। এর মাঝে পণ্য বিক্রি বন্ধ থাকবে ২৫ ও ২৬ মার্চ। প্রথম দফায় টিসিবির পণ্য হিসেবে দেয়া হচ্ছে ২ লিটার সোয়াবিন তৈল,২ কেজি চিনি ও ২কেজি মশুরের ডাল। তানোর উপজেলার জুড়ে ১৮ হাজার ৭শ’ ৩১ জন পরিবারকে টিসিবির কার্ডের মাধ্যমে এসব পণ্য বিতরণ করা হবে।