নিজস্ব পতিবেদকঃ পাবনা আমিনপুর থানাধিন পুরান ভারেংগা ইউনিয়নে ১০০০পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ কালে পণ্য নিতে সব শ্রেণীর মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে l টিসিবির পণ্য তালিকায় ছিলো পতি পরিবারের জন্য দুই কেজি চিনি, দুই কেজি ডাল,দুই কেজি তৈল ও ছোলা।
আজ সকালে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, বেড়া উপজেলা নির্বাহি অফিসার আব্দুস সবুর এবং বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু। পরে, অত্র ইউনিয়নের বিভিন্ন বয়সী পুরুষ ও মহিলাদের ঘন্টার পর ঘন্টা প্রচন্ড রোদ উপেক্ষা করে দারিয়ে থেকে পণ্য নিতে দেখা যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসময় উপস্থিত ছিলেন, আমিনপুর থানার একাধিক ফোর্স।