তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোর পৌরসভায় ন্যায্য মূল্যে টিসিবির পণ্য ক্রয়ের কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে পৌরচত্বরে এসব কার্ড বিতরণ করেন পৌর মেয়র ইমরুল হক। কার্ড নিতে আসা ব্যক্তিদের তিনি বলেন, কোভিড-১৯ মহামারির জন্য দরিদ্র, অসহায়, নিম্মবৃত্ত ও মধ্যবিত্তদের জন্য এবং রমজান মাসকে সামনে রেখে বর্তমান সরকার টিসিবি পণ্য ক্রয়ের জন্য পরিচিতি কার্ড দেওয়ার ব্যবস্হা করেছেন।
কারণ নিত্যপণ্যের দাম প্রচুর এবং কিছু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সঙ্কট তৈরি করে অস্তির করে ফেলেছেন বাজার।নিত্যপণ্য পর্যাপ্ত থাকলেও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এক মহল মরিয়া। যার কারনেই টিসিবি পণ্য ক্রয়ের কার্ড দিচ্ছেন সরকার। যদিও সকলকে দেওয়া সম্ভব হচ্ছেনা।
এবারে পৌরসভায় ৪ হাজার ৩৪ জন ব্যক্তিকে দেওয়া হচ্ছে কার্ড। এসময় প্যানেল মেয়র আরব আলী, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী, ৫ ওয়ার্ড কাউন্সিলর হাবিব সরকার, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাসির উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান জনি, হিসাব রক্ষক আব্দুস সবুর, কর নির্ধারক বিমল,কার্যসহকারী ওহেদুজ্জামান বাবু, মাহবুর রহমান, মিলন, রনি, আকবর, হাকিম, রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।