
মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, আমশো গ্রামের নাসিম উদ্দীনের ছেলে গোল্লা পাড়া বাজারের (গার্মেন্সের কর্মচারী) জালাল উদ্দিন (২০)’র সাথে তানোর সদর গ্রামের জৈনক ব্যাক্তির (প্রবাসী) স্ত্রীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের সুত্র ধরে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে মোবাইল ফোনে ভিডিও কলের আপত্তিকর ছবি ধারণ করে প্রবাসীর স্ত্রীর কাছে মোটা অংকের টাকা দাবি করেন ওই যুবক।
(৮ই আগষ্ট) রোববার বিকালে প্রবাসীর স্ত্রী থানায় উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে খুলে বলেন। সন্ধ্যায় মোবাইল ট্যাং করে তানোর গোল্লা বাজারের এক গার্মেন্স থেকে ওই যুবককে আটক থানায় নেয় পুলিশ। পরে ওই যুবকের মোবাইলে প্রবাসীর স্ত্রীসহ কয়েকজন নারীর সাথে তার একই ভাবে করা আপত্তিকর ভিডিও ও ছবি পাওয়া যায়।
এঘটনায় রোববার রাতেই প্রবাসীর ওই স্ত্রী বাদি হয়ে ওই যুবককে আসামী করে পর্ণগ্রাফী আইনে তানোর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তানোর থানা পুলিশ সোমবার দুপুরে ওই যুবককে আদালতে প্রেরণ করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, এঘটনায় থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, ইন্টারনেটে অপরিচিতদের সাথে আপত্তিকর ভিডিও ও ছবি আদান প্রদানে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।