নিজস্ব প্রতিবেদক,সাইদ সাজু: ২০০৪ সালে ২১ আগস্ট প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে তানোরে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে তানোর উপজেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি ডাক বাংলো থেকে শুরু গোল্লাপাড়া বাজারসহ প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে তানোর থানা মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা যুবলীগ সভাপতি তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন।
তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ’ লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।
এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলালীগ সভাপতি সোনিয়া সরদার, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ প্রমুখ।
এসময় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর সভার বিবিন্ন ওয়ার্ড পর্যায়ের আ’ লীগ, যুবলীগ, মহিলা লীগসহ অংগ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।