তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় চোলাই মদসহ দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ও শনিবার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়াও একজন নারী মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হলেও তার নামে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী হলেন,উপজেলার বাধাইড় ইউপির জুমার পাড়া যোতগোকুল গ্রামের অন্তর মুর্মুর পুত্র শ্রী বিশ্বনাথ মুর্মু(৩৬)কে ১০লিটার চোলাই মদ ও একই পাড়ার শ্রী কৃষ্ণ মুর্মু ও তার স্ত্রী পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও বাড়ি তল্লাশি করে বাড়িতে লুকিয়ে রাখা নিষিদ্ধ মাদক ১০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এতে করে পলাতক আসামী স্বামী স্ত্রীর নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সিআর মামলার আসামি তানোর পৌর এলাকার আমশো তাতিয়াল পাড়া গ্রামের লিটুর পুত্র রাজিবুল ইসলামকে গ্রেফতার করেন থানা পুলিশ। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি
চাঁদাবাজ, ঘুষবাণিজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি-ডা.শফিকুর রহমান
আসগর আলী সাগরঃ চাঁদাবাজ, ঘুষবাণিজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান। শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির…