সারোয়ার হোসেন,তানোরঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তানোর পৌরসভার ৯টি ওয়ার্ডে অসহায় দরিদ্র পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ আওয়ামী লীগ নেতা আবুল বাশার সুজন। ১৫ই আগস্ট সকাল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে আবুল বাসার সুজন উপস্থিত থেকে এসব খাবার বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী বাবু, ২নং ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান জনি, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলফাজ উদ্দিন, জেলা সেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য রামিল হাসান সুইট প্রমূখ সহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ গন উপস্থিত ছিলেন। খাবার বিতরণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে