মোঃ আলেক উদ্দীন দেওয়ান, স্টাফ রিপোর্টার।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতি উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার বই ও ভাতার টাকা বিতরণ করা হয়েছে।
আজ (২১ মার্চ) সোমবার সকাল ১১ টায় পৌরসভার বিভিন্ন ওর্য়াডের সরকারের গৃহীত বয়স্ক ও বিধবা ভাতার উপকার ভোগীদের মাঝে টাকা বিতরণ করা হয়।এর অংশ হিসেবে পৌরসভার মেয়র আলহাজ্ব মোখলেসুর রহমানের আয়োজনে
পৌরসভার ৩ নং ওয়ার্ডের শহিদ বীরবিক্রম নায়েক মোহর আলি উচ্চ বিদ্যালয়ে ভাতার টাকা বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, পৌর ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া,স্থানীয় পৌর কাউন্সিলর রাজু আহমেদ, জেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক ডাঃ সাঈফ জামান আনন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল মাসুদ,সদর উপজেলা ছাত্র লীগ সভাপতি আব্দুল আওয়াল তুষার সহ অন্যান্যরা।
পৌরসভার প্রায় ১৬ হাজার বয়স্ক ও বিধবা পুরুষ ও মহিলা এ ভাতার সুবিধা পাচ্ছে।
ব্যাংক এশিয়ার মাধ্যমে উপকার ভোগীরা তাদের টাকা তুলছেন।
সুবিধাভোগী নাদিরা, সলেহা ও করিমন তাদের অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে খুশিতে আবেগে আপুর্ত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন তারা।