মোঃ আলেক উদ্দীন দেওয়ান, স্টাফ রিপোর্টার।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতি উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার বই ও ভাতার টাকা বিতরণ করা হয়েছে।

আজ (২১ মার্চ) সোমবার সকাল ১১ টায় পৌরসভার বিভিন্ন ওর্য়াডের সরকারের গৃহীত বয়স্ক ও বিধবা ভাতার উপকার ভোগীদের মাঝে টাকা বিতরণ করা হয়।এর অংশ হিসেবে পৌরসভার মেয়র আলহাজ্ব মোখলেসুর রহমানের আয়োজনে
পৌরসভার ৩ নং ওয়ার্ডের শহিদ বীরবিক্রম নায়েক মোহর আলি উচ্চ বিদ্যালয়ে ভাতার টাকা বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, পৌর ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া,স্থানীয় পৌর কাউন্সিলর রাজু আহমেদ, জেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক ডাঃ সাঈফ জামান আনন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল মাসুদ,সদর উপজেলা ছাত্র লীগ সভাপতি আব্দুল আওয়াল তুষার সহ অন্যান্যরা।
পৌরসভার প্রায় ১৬ হাজার বয়স্ক ও বিধবা পুরুষ ও মহিলা এ ভাতার সুবিধা পাচ্ছে।
ব্যাংক এশিয়ার মাধ্যমে উপকার ভোগীরা তাদের টাকা তুলছেন।
সুবিধাভোগী নাদিরা, সলেহা ও করিমন তাদের অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে খুশিতে আবেগে আপুর্ত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে