মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে আন্তঃ থানা কাবাডি প্রতিযোগিতায় ফুলবাড়ী থানা দল চ্যাম্পিয়ন ও বীরগঞ্জ থানা দল রানার্সআপ হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর গোর-ই-শহীদ ঈদগাহ ময়দানের স্পোর্টস ভিলেজ মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আন্তঃ থানা কাবাডি প্রতিযোগিতা’র “ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
পুলিশ সুত্রে জানাগেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে গত ৩ মার্চ থেকে জেলার ১৩টি থানা দলের অংশ গ্রহনে কাবাডি প্রতিযোগিতা শুরু হয়। খেলার প্রথম পর্যায়ে সেমিফাইনালে উত্তির্ন হন ফুলবাড়ী থানা দল বনাম পার্বতিপুর থানা দল,দ্বিতীয় পর্যায়ে উত্তির্ন হন বীরগঞ্জ থানা দল বনাম কোতোয়ালী থানা দল। এই চারটি দলের অংশগ্রহনে রোববার ফাইনাল খেলায় বিজয়ের শিরোপা অর্জন করে চ্যাম্পিয়ন হন ফুলবাড়ী থানা দল এবং রানার্সআাপ হন বীরগঞ্জ থানা দল। খেলা শেষে অনুষ্ঠানের অতিথিদ্বয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন পিপিএম,বিপিএম (বার)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজাপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম-(সেবা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি সরুপ কুমার বাচ্চু,জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক সুব্রত ডলার মজুমদার।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দিনাজপুর সদর সার্কেল) সুজন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ রেজওয়ানুল ইসলাম সহ পুলিশের বিভিন্ন স্তরের সদস্য।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *