সারোয়ার হোসেন, তানোর(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে চুলাই মদসহ ৩জনকে গ্রেফতার কর হয়েছে। শনিবার(১১ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে ২০লিটার দেশীয় চুলাই মদসহ আসামীদের গ্রেফতার করেন তানোর থানা পুলিশ। এসময় গ্রেফতারকৃত ৩জন আসামীর কাছে থেকে ২০লিটার দেশী চুলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,উপজেলার পাঁচন্দর ইউপির কোয়েল হাট(বলদী)পাড়া গ্রামের মৃত গোবিন্দ বেশরার স্ত্রী শ্রীমতি রাফি মার্ডি(৪০) ও একই এলাকার কোয়েল হাট (পুকুরিয়া পাড়া)’র মৃত মিস্ত্রি টুডুর ছেলে শ্রী স্বপন টুডু(২২) এবং কলমা ইউপির বনগাঁ গ্রামের মৃত সফর মন্ডলের ছেলে বাবলু ইসলাম(৪৫)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে দেশীয় চুলাই মদসহ তাদের গ্রেফতার করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব জানান, আসামীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত গোপনে এলাকায় দেশী চুলাই মদের ব্যবসা চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আলাদা আলাদা মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।