
সিরাজগঞ্জ প্রতিবেদক ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলার দরিদ্র ও কর্মহীন, পৌরসভার ১৫ টি ওয়ার্ডের পরিবারের মাঝে কোম্পানির CSR কার্যক্রমের আওতায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ শহরের শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের পরিচালক মোঃ আবু নাসের ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে, এম হোসেন আলী হাসান, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, নর্থ – ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি : পরিচালক মোঃ আবু নাসের, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব শফিকুল ইসলাম, মো: মাসুদুর রহমান ব্যবস্থাপক প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি
তার বক্তব্য বলেন, সকলকে স্বাস্থ্য মেনে চলতে এবং মাস্ক, সাবান দিয়ে হাত ধৌত করতে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (এনডিসি) অনিদ্য গুহ, ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ্, রাসেদ হুসায়েন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।