এম এম মামুন, নিউজ ডেস্ক : রাজশাহীতে কথা-কাটাকাটির জের ধরে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নিজামুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

রোববার (১০ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর রাজারহাতা এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় খুনের সাথে অভিযুক্ত হ্যাপি নামের ওই প্রতিবেশী পলাতক রয়েছে। তাকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ ।
নিহত নিজামুলের পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে নিজামুল ইসলামের দ্বিতীয় পক্ষের ছোট ছেলে বাড়ির পাশে একটি মাঠে খেলতে যায়। এসময় অভিযুক্ত হ্যাপির ছেলেও সেখানে খেলাধুলা করছিলো। এসময় ওই দুজনের মধ্যে মারামারি হয়।
রোববার বিকেলে অভিযুক্ত হ্যাপির কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে নিজামুলের নিজ বাড়ির সামনে বেধড়ক পেটান। এতে গুরুতর আহত হয় নিজামুল। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এসময় তিনি নিজামুলের হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাজহারুল ইসলাম জানান, খেলাধুলাকে কেন্দ্র করে দুই বাচ্চার মধ্যে ঝামেলা হয়। এরপর অভিভাবকদের মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায়ে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার যেভাবে অভিযোগ দিবে সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *