
“ইচ্ছা”
রিফতি
আমি নিব আখি,হব পাখি
উড়ব নীল অসীমানায়।
আমি দেখব মানুষ, হব ফানুস
থাকব হয়ে আলো।
হয়তো রব না আমি,রয়ে যাবে মোর সব ভালো।
হয়তো সময় যাবে,দিন যাবে
যাবে ধরনীর ধারা, তবে রবে মোর
ঐ ভাল গুনটারই চারা
হবে বৃক্ষ দেবে ফল
পৃথিবী হবে জ্ঞানের কোলাহল।