নিজেস্ব পতিবেদকঃ নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর বাঁধের গাছ কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। কিন্তু সংশ্লিষ্টরা এব্যাপারে কোনই পদক্ষেপ নিচ্ছেন না।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার ১৪ মার্চ দুপুরে উপজেলার সফাপুর ইউনিয়নের পাঁঠাকাটা হাট এলাকায় গিয়ে দেখা যায় সেখান থেকে মহাদেবপুরের দিকে আত্রাই নদীর বাঁধের উপর দিয়ে রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়েছে। রাস্তার দু’ধারের অসংখ্য গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। কোন কোনটি কেটে ফেলে রাখা হয়েছে।
পথচারিরা জানান, মান্দা ফেরিঘাট এলাকা থেকে মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ পর্যন্ত ১৮ কিলোমিটার বাঁধের উপরের পাকা সড়ক সংস্কারের কাজ চলছে। সড়কের পুরনো পিচ খোয়া ভেকু মেশিন দিয়ে তুলে ফেলার সময় যেসব গাছের ডাল বাঁধের উপর এসেছে সেগুলো ডাল প্রথমে মেশিন দিয়ে ভেঙ্গে দেয়া হচ্ছে। পরে স্থানীয়রা সেসব গাছ গোড়া থেকে কেটে নিয়ে যাচ্ছে।
পাঁঠাকাটা হাট এলাকায় ৩টি বড় গাছের গুল মাপমত করাত দিয়ে কাটছিলেন দুজন শ্রমিক। তারা জানালেন ওই ওয়ার্ডের ইউপি মেম্বার নাসির উদ্দিন তাদেরকে গাছ কাটার কাজে লাগিয়েছেন।
জানতে চাইলে মেম্বার নাসির উদ্দিন জানান, স্থানীয়রা গাছ কেটে নিয়ে যাচ্ছিল। তিনি গাছগুলো আটক করে রেখেছেন। গাছের গুলগুলো কেটে সংরক্ষণ করবেন। স্থানীয়রা তাদের বাড়ির সামনে বাঁধের উপর অসংখ্য গাছ লাগিয়েছে। সেগুলোই এখন কেটে নিয়ে যাচ্ছে।
জানতে চাইলে মোবাইল ফোনে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান জানান, বাঁধে লাগানো গাছগুলো তাদের নয়, বন বিভাগের। সুতরাং সেটা দেখাশুনার দায়িত্বও তাদের।
মহাদেবপুর উপজেলা বন কর্মকর্তা আহসান হাবীব জানান, ওই এলাকায় তাদের কোন গাছ লাগানো নেই। ওই গাছগুলো বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একজন কর্মকর্তা শামসুল আলম জানান, তাদের লাগানো গাছ অনেক আগেই কেটে বিক্রি করা হয়েছে।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলনকে অবহিত করা হলে তিনি বলেন, ‘তহশীলদারকে ঘটনাস্থলে পাঠিয়ে দিচ্ছি।’###