
নিজস্ব প্রতিনিধিঃ- দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রামের দক্ষিণপাড়া নতুন মসজিদ যাবার একমাত্র রাস্তার কালভার্টটি যেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে। কালভার্টটি ভেঙ্গে পড়ায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখে যায়,হিলি বন্দর থেকে বৈগ্রাম যাবার রাস্তা এটি। গ্রামের মানুষজন এই রাস্তা দিয়ে বেশি চলাচল করে। তবে রাস্তার একমাত্র কালভার্টটির ভেঙ্গে পড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
বৈগ্রামের বাসিন্দা মবিনুর ইসলাম বলেন,এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি।অনেকদিন থেকে এটি ভেঙ্গে পড়ে আছে কেউ দেখার নেই। আমাদের চলাচলে অনেক সমস্যা হয়।রাতের-আধারে চলার সময় অনেকে গাড়ি নিয়ে পড়েও যায়।অনেকের ক্ষতিও হয়েছে।
স্থানীয় আরো কয়েকজন জানান,এই কালভার্টটি সংস্কার করে দিলে আমাদের চলাচলের অনেক সুবিধা হবে। উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত এটি সমাধান যেনো করে দেয়।
বোয়ালদাড় ইউনিয়ন চেয়ারম্যান মেফতাউল জান্নাত জানান,কালভার্টটি ভেঙ্গে পড়ার কথা শুনেছি নতুন বরাদ্দ আসলে ব্রীজ সংস্কার করে দেওয়া হবে।
তবে উল্টো কথা বলছেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম, তিনি জানান,আমি কালভার্টটি ভেঙ্গে পড়ার খবর শুনেছি। জাইকার প্রকল্প বা এডিপির প্রজেক্ট থেকে নতুন রিং পাইপ সহ কালভার্টটি দ্রুত মেরামত করে দেওয়া হবে।