নিজস্ব প্রতিনিধি ঃ টানা তৃতীয়বারের মতো ১৫ সদস্যবিশিষ্ট শেরপুরে জেলা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান নির্বাচিত হয়েছেন ইউসূফ আলী রবিন। দুই বছর মেয়াদী (২০২১-২০২৩) ওই নয়া কমিটি গঠন করা হয়েছে। এর আগে ২০১৭-২০১৯ ও ২০১৯-২০২১ দুই মেয়াদে তিনি সফলতার সাথে যুব প্রধানের দায়িত্ব পালন করেন। কমিটিতে থাকা কালীন সময় বিভিন্ন কাজে প্রসংশিতও হয়েছেন তিনি।
ইউসুফ আলী রবিন ঢাকার সরকারি সংগীত কলেজ থেকে লোকসংগীত বিভাগে প্রথম বিভাগে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছেন। তিনি জাতীয় যুব কমিশনের ময়মনসিংহ বিভাগের সদস্য হিসেবে রয়েছেন। এছাড়া রেড ক্রিসেন্টের জাতীয় দুর্যোগ সাড়া প্রদানকারী দলের সদস্যও তিনি।
জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হাবিবুর রহমান ও উপ-পরিচালক মো. হায়দার আলী এই কমিটি অনুমোদন দেন।