আলেক উদ্দীন দেওয়ান, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির শিক্ষা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৯ এপ্রিল সকাল ১১ টায় শহরের সাধারণ পাঠাগারে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্দ্যোগে কেন্দ্র মনোনীত জেলার ৪ জন যুব রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যকে শিক্ষা বৃত্তি ও ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ প্রতিরোধ প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আশিক আহমেদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি ও সনদ বিতরণ করেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা রেডক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম। এছাড়া আরো উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সদস্য আবু সুফিয়ান,আব্দুর রাকিব,রোমান আলি সহ অন্যানরা।