রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লেখক, সাংবাদিক, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশ্বে সর্বাধিক সংখ্যক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রের্কডধারী তুরস্কের বরেণ্য বুদ্ধিজীবী আহমেত জোশ কুয়ানদিন। বুধবার বিকেলে নগর ভবনে মেয়র মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তাঁরা। এ সময় তুর্কী বুদ্ধিজীবী আহমেত জোশ কুয়ানদিনকে শুভেচ্ছা উপহার তুলে দেন রাসিক মেয়র।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি রাজশাহীর সহ-সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *