নিজস্ব প্রতিবেদক: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের হাতে টুপি, তসবিহ, আতর এবং দোয়া শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
আজ বুধবার (৩১ আগস্ট) বেলা সাড়ে বারোটায় রাজশাহী কলেজ গেট সামনে দোয়া ও খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসরাফুল ইসলাম জাফর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন ডা. অর্ণা জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মাদ সিয়াম।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রক্তিম, হিমু, সাংগঠনিক সম্পাদক সাইফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।