নিজস্ব প্রতিবেদক: দেশেরা রাজশাহী কলেজে শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু প্রতিপাদের আলোকে জাতীয় শিক্ষক দিবস বর্ণনাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়।
আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় রাজশাহী কলেজ প্রশাসনিক ভবন থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজে এসে আবার শেষ হয়। রেলিতে রাজশাহী কলেজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ , রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি রাজশাহী মহানগর , মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তৃতা দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক। পদাক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান এ সময় তিনি বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উক্ত অনুষ্ঠানে আরো অনেকেই বক্তৃতা দেন।