নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এবার যাত্রীবাহী চলন্ত বাসের ভেতর বিদ্যুতের খুঁটি ঢুকে গেছে। এ দুর্ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে রাজশাহী নগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান, বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপনের কাজ চলছে সড়কের পাশে। এ জন্য শ্রমিকেরা গাড়িতে করে বিদ্যুতের খুঁটি নিয়ে যাচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে একটি বাস রংপুরে যাচ্ছিল। চৌদ্দপাই এলাকায় বাস কাছে চলে এলে জানালার কাঁচ ভেঙে খুঁটির কিছুটা অংশ ভেতরে ঢুকে যায়। বাসের গতি কম ছিল বলে বড় দুর্ঘটনা ঘটেনি।
তিনি জানান, এ ঘটনায় বাসের দুজন যাত্রী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর বাসচালক ও শ্রমিকেরা নিজেরাই মিটমাট করে চলে গেছেন। এ ব্যাপারে কারও কোন অভিযোগ নেই। থানায় কেউ অভিযোগও করেনি।