নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের অভিযানে শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠানটির বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে শনিবার দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা ও দামকুড়া বাজার এলাকায় বাজার তদারকি এই অভিযান চালায়।
এতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও সংরক্ষণের অপরাধে কাশিয়াডাঙ্গা মোড়ে রুপোস ফার্মেসিকে ৫ হাজার টাকা ও তাসিন ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দামকুড়া বাজারের বিসমিল্লাহ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।