প্রেস বিজ্ঞপ্তিঃ “রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা মহাকালের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০২-তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত”
রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা’র পরিচালনায় রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, সর্বস্তরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং জেলা পর্যায় সহ সর্বস্তরের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ, সংগঠনের সর্বস্তরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং দলীয় মনোনয়ন ও সমর্থনে নির্বাচিত সর্বস্তরের জনপ্রতিনিধিবৃন্দ সহ জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগের সকল সংগঠনের নেতা-কর্মী-সমর্থকবৃন্দ সহযোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২-তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো ।
পালিত কর্মসূচি সমূহ ছিলো..
১) সূর্যোদয়অন্তে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
২) আনন্দ শোভাযাত্রা নিয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ৯:৩০ টায় পদব্রজে রওনা দিয়ে রাজশাহী কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল ১০:০০ টায় শ্রদ্ধার্ঘ্য অর্পণ, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও কর্মের উপর আলোচনা।
৩) শ্রদ্ধার্ঘ্য নিবেদন অন্তে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ফিরে এসে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন-বেলা ১১:০০ টায়।
৪) প্রথম পর্বের সবশেষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল/প্রার্থনা।
এছাড়াও দ্বিতীয়পর্বে রয়েছে জেলাধীন সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সহ জেলার সকল সাংগঠনিক স্তরে এতিম শিশু এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ।
উপস্থিত নেতৃবৃন্দঃ-
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মন্ডলীর মধ্যে মোঃ আমানুল হাসান দুদু, এ্যাড. মোঃ ইব্রাহিম হোসেন, এ্যাড. মোঃ শরিফুল ইসলাম শরিফ, আলহাজ্ব মোঃ জাকিরুল ইসলাম সান্টু, মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, সম্পাদক মন্ডলী-যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ লায়েব উদ্দিন লাভলু, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আসাদুজ্জামান আসাদ, এ্যাড. মোঃ আব্দুস সামাদ, মোঃ আলফোর রহমান, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস, আইন বিষয়ক সম্পাদক মোঃ এজাজুল হক মানু, মহিলা বিষয়ক সম্পাদক পূর্ণিমা ভট্টাচার্য্য, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম মুক্তি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক রাবি অধ্যাপক মোঃ মামুনুর রশিদ সরকার মাসুদ, শ্রম সম্পাদক প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রেজওয়ানুল হক পিনু মোল্লা, উপ-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ মোঃ আজিজুল আলম, সদস্যমন্ডলী-মোঃ জান মোহাম্মদ, মোসা. মর্জিনা পারভীন, মোঃ আব্দুর রাজ্জাক, রোকসানা মেহবুব চপলা, এ্যাড. নাসরিন আক্তার মিতা, মোঃ রোকনুজ্জামান রিন্টু,আসগর আলী সাগর, মোসাঃ নিলীমা বেগম সহ সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের নেতা-কর্মী এবং সমর্থকবৃন্দ প্রমুখ।