
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনীত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন।
ডিআইজি অফিসে মাসিক কল্যাণ সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম) চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনকে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নাম ঘোষণা করেন। একই সময় শ্রেষ্ঠ ওসি হিসেবে তাকে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় যোগদানের পর প্রথমেই তিনি থানা চত্বর দালাল ও বহিরাগত মুক্ত করেন। এ ছাড়াও এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রম, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দক্ষতা ও পেশা দারিত্বের অবদান রাখা, বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জণগণের দাড়প্রান্তে পৌঁছে দেয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জুলাই/২০২১ মাসে রাজশাহী রেঞ্জের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনকে নির্বাচিত করেন এবং শ্রেষ্ঠত্ব ক্রেষ্ট ও শেষ্ঠত্ব সনদ পুরষ্কার প্রদান করেন।
এই বিষয়ে বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, আমার এই পুরষ্কার পাবার পেছনে যার সবচেয়ে বেশি অবদান তিনি হচ্ছেন জেলার সুযোগ্য পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) স্যার। তাঁর দিকনির্দশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুশিল সমাজ ও গণমাধ্যম কর্মীদের সহযোগীতায় আজকে আমার এই প্রাপ্তি।
আমিসহ আমার সহকর্মী ও সকল পুলিশ সদস্যদের নিরলস দায়িত্ব পালনে অটুট থাকব ইনশাআল্লাহ বলেও জানান ওসি মোজাফফর হোসেন।