নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮ হাজার ৪২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ দ্বারিয়াপুরে অবস্থিত ক্যাম্পের একটি অপারেশন দল।

র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার মো.ওমর আলীর নেতৃত্বে অভিযান টি চালানো হয়।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৮ আগস্ট রোববার রাত ৯ টার দিকে শিবগঞ্জ উপজেলার ৮ নং বিনোদপুর ইউনিয়নের একবরপুর পাঁকাটোলার মনাকষা বাজার কালীগঞ্জ সড়কে ৮ হাজার ৪২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। এ সময় নগদ ১ হাজার টাকাও জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের জগন্নাথপুর ডাগাটোলার সামায়ুন ইসলাম ওরফে বিয়নের ছেলে ওয়াসিম (১৯)। র‌্যাবের জিজ্ঞাসাবাদে ওয়াসিম মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। আসামি কে সোমবার কোর্টে প্রেরণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে