

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শাজাহানপুরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে মোঃ শফিকুল ইসলাম (৩৪) নামে একজনকে ৪৫ বোতল বিদেশী মদ, ১৯৫ গ্রাম হেরোইন ও নগদ ৪ লক্ষ ১২ হাজার ৮’শ টাকাসহ আটক করেছে।
গত শনিবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের সুজনপাড়া গ্রামের জনৈক শফিকুল ইসলামের বসত বাড়ীতে এ অভিযান চালায়। আটককৃত শফিকুল ইসলাম হচ্ছে জেলার একই উপজেলার একই ইউনিয়নের একই গ্রামের মৃত এবরান আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের সুজনপাড়া গ্রামের জনৈক শফিকুল ইসলামের বসত বাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মদ, হেরোইন ও নগদ টাকাসহ উক্ত ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।