আলেক উদ্দীন দেওয়ান, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ : ৯৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৬০ গ্রাম হেরোইনসহ জনি নামে ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেপ্তার আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চাঁদপুরের গিনীআরা বেগম ও মোবারক আলীর ছেলে জনি আলী (২৪)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মার্চ শনিবার রাত ১১ টার সময় শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নলডুবরি (হামিদনগর) গ্রামের মুসলিমপুর মোড় হতে শান্তি বাজার গামী হাকিমের আম বাগনের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান টি চালানো হয়।
কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৯৭৫ পিস ইয়াবা ও ৬০ গ্রাম হেরোইনসহ জনিকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জনি দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় আমদানী নিষিদ্ধ হেরোইন ইয়াবা ব্যবসা ও পাচার করে আসছিল বলে স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।