নিজস্ব প্রতিনিধি ঃ যথাযোগ্য মর্যাদায় মহান মুক্তিযুদ্ধের সংগঠক রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট বীরেন্দ্রনাথ সরকার ও তৎকালীন রাজশাহী পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুরেশ পান্ডে’র ৫১তম মৃত্যুবার্ষিকী পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। গতকাল শনিবার বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্ত্বরে এক স্মরণ সমাবেশের আয়োজন করা হয়।
৭১’এর মহান মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে পাক হানাদার বাহিনীর কিলিং গ্রুপ তার দোসরদের নিয়ে রাজশাহী শহরের ষষ্ঠিতলার বাসভবনের দরজা ভেঙ্গে অনুপ্রবেশ করে শয়নকক্ষে ঢুকে মুক্তিযুদ্ধের সংগঠক বীরেন্দ্রনাথ সরকারকে গুলি করে হত্যা করেছিল। এর আধা ঘন্টা পর রাত সাড়ে ৯টায় পাক বাহিনীর সদস্যরা শহরের ফুদকি পাড়ার শৈলষ্য কুটিরে গিয়ে তৎকালীন ওয়ার্ড চেয়ারম্যান সুরেশ পান্ডে’কে গুলি করে হত্যা করে।
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসলাম-উদ-দৌলার পরিচালনায় স্মরণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য মহান মুক্তিযুদ্ধ চলাকালে ৭নং সেক্টর থেকে প্রকাশিত বাংলার কথা পত্রিকার কলমসৈনিক বীর মুক্তিযোদ্ধা বাবু প্রশান্ত কুমার সাহা। আলোচনা রাখেন- জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, স্মৃতি পরিষদের সহ-সভাপতি ও রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট সিরাজী শওকত সালেহীন এলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা শরিফ উদ্দিন, শহীদ সুরেশ পান্ডে’র জৈষ্ঠ্য পুত্র সোভন পান্ডে মন্টু ও স্মৃতি পরিষদ নেতা কাজী রকিব উদ্দিন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, স্মৃতি পরিষদের রাইহানুল হক রাসেল, স্মৃতি পরিষদের সদস্য ব্যবসায়ী এম এ মাজেদ ও ২৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ইউসুফ আলী ও ১৩ নং ওয়ার্ড নেতা রাতুল সরকার।
বক্তারা লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে আশা- আকাঙ্খা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল লুটপাটের কারনে জনগনের সে আকাঙ্খা আজও পূরণ হয়নি। বঙ্গবন্ধুর বাংলাদেশে লুটপাট চলতে দেয়া যাবে না।