
মেহেদী হাসান,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ৪২তম বিসিএস এ নবনিয়োগ প্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিরি সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এই সংবর্ধনা ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিরি সমম্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে চিকিৎকদের মাঝে ক্রেস্ট বিতরণ করে বক্তব্য রাখেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মো.মাহমুদ আলম লিটন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়ন প্রজেক্টরের মাধ্যমে প্রতিবোদন পরিবেশন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাজেদুর রহমান। অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্স্রের সকাল মেডিকেল অফিসার,কর্মকর্তা,কর্মারীগন উপস্থিত ছিলেন।