আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ চাল,ডাল,তেল,গ্যাস, বিদ্যুৎ, সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর উর্ধগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবকদল।
বুধবার (৯ মার্চ) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও টিম লিডার (রংপুর বিভাগ) মো.আসফ কবীর শত।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শামীম আহম্মেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. শফিউল আজম টুটুল, সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম পপলু , যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস পলাশ,, সাংগঠনিক দেওয়ান কামরুল আক্তার নাহিদ সরকার, নওগাঁ পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম গুলজার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল বক্তব্য দেন।
বক্তারা জানান, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সরকার কোনভাবেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। এজন্য এখনই সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। অবৈধ সরকারের কারণে দেশের মানুষ আজ শান্তিতে নেই।
এর আগে, ১১ উপজেলার স্বেচ্ছাসেবকদল নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন। সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিল।