নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৯ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ইদু(২৮), জিন্নাত হোসেন(২৮), মুক্তার হোসেন(৪০), রাসেল(২১), ইসরাফিল(২৫), এরশাদ(৩৮), রাজু হোসেন(২৬), সাদিকুল(৪০) ও নজরুল ইসলাম(৪০)।
আজ শনিবার (২ এপ্রিল) আরএমপি এক সংবাদ বিজ্ঞপিতে জানায়, (১ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দামকুড়া থানার জাংগালপাড়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ৯ জনকে আটক করে। এ সময় আসামীদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।