নিজস্ব প্রতিনিধিঃ বড়াইল উচ্চ বিদ্যালয়, মোহনপুর, রাজশাহী। স্থাপিত:১৯৯২ সাল, প্রথম এসএসসি ব্যাচ পাস করে ১৯৯৯ সাল।বিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৯৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত (প্রাক্তন ও বর্তমান) শিক্ষার্থীদের একত্রিত হওয়ার কোন প্লাটফর্ম ছিলো না, গত ১৮/০৬/২০২৪ খ্রি: রোজ মঙ্গলবার বিকাল ০৫ ঘটিকায় বড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে পূর্ব নির্ধারিত তারিখ ও সময়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী’রা উপস্থিত হয় এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে আগামী ০১ (এক) বছরের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে বড়াইল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব মো: আতাউর রহমান কমিটির অনুমোদন দেন।
আহ্বায়ক হিসেবে এসএসসি ২০০৩ সালের ব্যাচের আহসান হাবিব ও সদস্য সচিব হিসেবে ২০০৮ সালের ব্যাচের মো: মামুন অর রশিদ কে নির্বাচিত করা হয়। এছাড়াও ১২ জন যুগ্ম-আহ্বায়ক ও ৩৭ জন সদস্য সহ মোট ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।