মুকিত ইসলাম শুভ, স্টাফ রিপোর্টার : রাজশাহী জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো : নুরে ইসলাম মিলন এর আব্বা, মোস্তাক হোসেন ডাবলুর ১৭ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২২শে জুন) মাগরিবের নামাজের শেষে রাজশাহী জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নুরে ইসলাম মিলন, নুরে আলম সেন্টু, নুরে আসলাম লিটন, সুরুজ আলী, জি আর রনক, সিরাজুল ইসলাম রনি,নাঈম হোসেন ,ওমর, শামীম, সাহাবুর, মামুন, সোহাগ, মুকিত ইসলাম শুভ প্রমুখ।