গোদাগাড়ী প্রতিনিধি :রাজশাহীর গোদাগাড়ীতে যুবতীকে একা পেয়ে জোরপূর্বক ভাবে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী শাহাদাতের বিরুদ্ধে। গোদাগাড়ী পৌর এলাকার হাটপাড়া শ্রীমন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। শাহাদাত গোদাগাড়ী পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামের মোঃ হজরত মহরিলের ছেলে।
অভিযোগ সুত্রে জানাযায়, শ্রীমন্তপুর গ্রামে ভাড়া বাসায় থাকতেন সে যুবতী ও তার মা , প্রতিবেশী শাহাদাত গত ৩ মাস যাবত যুবতীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। শাহাদাতের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৭ ডিসেম্বর বুধবার বেলা ১২ টার দিকে বাসায় কেউ না থাকায় কৌশলে ভাড়া বাসার ভেতরে প্রবেশ করে অভিযুক্ত শাহাদাত সে যুবতীকে একা পেয়ে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে। এঘটনা ওই যুবতীর মা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করেছেন।যুবতীর মা জানান, অভিযুক্ত শাহাদাতের প্রেম নিবেদন কু-প্রস্তাবের কথা আমার মেয়ে আমাকে অবিহিত করে আমি একাধিকবার শাহাদাতকে নিষেধ করি, আমি একটা এনজিও অফিসে চাকরি প্রতিদিনের ন্যায় সেদিনও সকালে আমি অফিস চলে যায়, আমার মেয়ে বাসায় একায় ছিলো অভিযুক্ত শাহাদাত আমার মেয়েকে বাসায় গিয়ে কু-প্রস্তাব দেয় তার কু-প্রস্তাবে রাজি না হলে আমার মেয়েকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে শাহাদাত।এলাকাবাসীরা বলেন, শাহাদাত বাসায় প্রবেশ করে সে মেয়ের চিতকার করলে আমরা গিয়ে দেখি শাহাদাতকে, আমাদেরকে দেখে অভিযুক্ত শাহাদাত দৌড়ে পালিয়ে যায়।
গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ আব্দুল মতিন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত শাহাদাতকে আটকের চেষ্টা চলছে। শুক্রবার ডিএনএ পরীক্ষার জন্য সে যুবতীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।