নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজশাহী জেলার সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সরকার নিবন্ধিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার জনপদ পরিবার।
আজ সোমবার (২০ মে) দুপুরে ডা. অর্ণা জামানের নিজ বাস ভবনে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলার জনপদ নিউজ পোর্টালের সম্পাদক ড. সাদিকুর রহমান, বার্তা সম্পাদক হাসনাইন মুত্ত্বাকী বিষ্ময়, যুগ্ম-বার্তা সম্পাদক মীর তোফায়েল হোসেন, সহ-বার্তা সম্পাদক সৌরভ শেখ, প্রতিবেদক সোনিয়া খাতুন, রিয়া রহমান, মৃদুল ইসলাম, ওয়াহিদুর রহমান, ক্যামেরাম্যান মোহন আলী, টেকনিক্যাল অফিসার পারভেজ আহমেদ প্রমুখ।